বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী জানান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলায় বর্তমানে ২৫টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ বছর উপজেলার মোট ১,৩২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৯০৬ জন পাস করেছে এবং ৪১৯ জন ফেল করেছে। কোটচাঁদপুর বালিকা বিদ্যালয় থেকে সাধারণ বিভাগে ১৪৩ জন ছাত্রী অংশ নেয় এবং ১৩৯ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩১ জন পেয়েছে জিপিএ-৫। ভোকেশনাল বিভাগ থেকে অংশ নেয় ৪৯ জন ছাত্রী, যার মধ্যে ৪৩ জন পাস করেছে এবং একজন জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১,০২১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এবারের ফলাফল গত বছরের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে। এ সফলতার পেছনে ছিল সবার সম্মিলিত প্রচেষ্টা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার বলেন, “এ বছর যশোর বোর্ডের সার্বিক ফলাফল তুলনামূলক খারাপ হলেও কোটচাঁদপুর উপজেলার ফল মোটামুটি ভালো। বিশেষ করে কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ফলাফল উল্লেখযোগ্য। তবে কিছু মাদ্রাসার ফলাফল আশানুরূপ হয়নি।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা এসেছে। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই প্রত্যাশা।”