সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্যোগে সাধন কৃষ্ণ চাকমা, মাঠ কর্মকর্তার সভাপতিত্বে Environmental protection Workshop অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রাজস্থলী  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব,অংনুচিং মার্মা,২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব,পুচিমং মার্মা,উপেজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব,মোঃআরিফ ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা জনাব, ডা,মোঃতারেক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব,তাজুরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার জনাব,আরিফুর রহমান,প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাংবাদিক মোঃআইয়ুব চৌধুরী ,সিপিপি পিএই-২ প্রকল্পের জেপিও এগ্রো-ইকোলজি মিঃউসিনু মার্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় গুরু,এসটিএ ও প্রকল্পের সুফলভোগী বৃন্দ। পরিবেশের উপর বক্তারা বলেন পলিথিন ব্যবহার বন্ধের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা,সেগুন বাগানে পরিবেশের উপর প্রভাব ফেলা রুধে কাজ করা,জুম চাষিদের উদ্দেশ্যে জুম চাষ করার পূর্বে আগুন না দেওয়া,ইত্যাদির উপর আলোচনা করেন।