পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মারুফ পৌরসভাধীন শশদিয়া গ্রামের লিটন প্রাং এর ছেলে। সে ইসলামী ছাত্র শিবিরের ৭ নং ওয়ার্ড সেক্রেটারি । সে রাজমিস্ত্রির হেলপারের কাজ করতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার (১২ মে) সকালে মারুফ রাজমিস্ত্রির কাজে যায় দৌলতপুর সিদ্দিক মীরের ছেলে মামুনের বাড়িতে। সে বাড়িতে বেশ কিছুদিন ধরে তিনি কাজ করছে। সেখানে বৈদ্যুতিক সংযোগ ত্রুটিপূর্ণ থাকায় কাজ করতে গেলে গ্রীলের সাথে আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে যান।এ ঘটনা তৎক্ষণাত্মিক মামুনের মায়ের চোখে পড়ে।  এসময় মামুনের মা এগিয়ে গিয়ে মারুফকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। হাইভোল্টেজের বিদ্যুতের শক খেয়ে ছিটকে  মাটিতে পরে জান। স্থানীয়রা তাদের দু'জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারুফ মারা যায়। অপরদিকে মামুনের মায়ের অবস্থা খারাপ হলে তাকে পাবনা হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাঁথিয়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।