বিপুল উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে সিরাজগঞ্জে প্রাইভেট কার ও মাইক্রো চালক কল্যাণ সমিতির সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ

বিপুল উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে সিরাজগঞ্জে প্রাইভেট কার ও মাইক্রো চালক কল্যাণ সমিতির সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। আজ (১৩ মে ২০২৫) মঙ্গলবার শহরের রেলগেট সংলগ্ন সিরাজগঞ্জ জেলা প্রাইভেট কার ও মাইক্রো চালক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরিচলনা কমিটির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জানান, গত (১৩ এপ্রিল ২০২৫) ইং তারিখ অনুষ্ঠিত জেলা প্রাইভেট কার ও মাইক্রো চালক কল্যাণ সমিতির সাধারণ সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আজ (১৩ মে)ত্রি-বার্ষিক সাধারণের দিন ধার্য মোতাবেক আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রাইভেট কার ও মাইক্রো চালক কল্যাণ সমিতির মোট ১৫৮ জন সদস্যের অনুকূলে সমিতির কার্যনির্বাহী কমিটির ১১ টি পদের নির্বাচনে সর্বমোট ২১ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এ নির্বাচনে অংশ গ্রহণকারিদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম ও দপ্তর সম্পাদক পদে মোঃ রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, সভাপতি পদে ০৩ জন, সাধারণ সম্পাদক পদে ০২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ০২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ০২ জন, কোষাধ্যক্ষ পদে ০২ জন, সড়ক সম্পাদক পদে ০২ জন, প্রচার সম্পাদক পদে ০৩ জন, কার্যকরী সদস্য পদে ০৩ জনসহ সর্বমোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপুল উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৯ টা থেকে ভোট গ্ৰহন শুরু এবং বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্ৰহন অনুষ্ঠিত হবে বলে জানান। নির্বাচন পরিচলনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন,এম,এ ওয়াহাব আলী,মোঃ আব্দুল মালেক,ফারুক আহমেদ, আব্দুল মজিদ পিয়ার, আব্দুল খালেক ও আলম শেখ প্রমুখ।