শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, তজুমদ্দিন, ভোলা কর্তৃক নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অদ্য বেলা ১১.০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। সভায় অংশগ্রহণ করেন তজুমদ্দিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের পক্ষে ছিলেন সহকারী শিক্ষক জনাব মোঃ জাকির হোসেন আরও ছিলেন প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান, সহকারী শিক্ষক, জনাব মোঃ মোতাহার হোসেন, প্রেসক্লাব তজুমদ্দিনের সাংবাদিক জনাব হালিম উদ্দিন, মিডিয়া হাউজ তজুমদ্দিনের সাধারণ সম্পাদক জনাব নুরুল আহাদ তসলিম সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বীর মুক্তিযোদ্ধা ও অংশগ্রহনকৃত অতিথি কর্তৃক স্বাধীন বাংলা বিনির্মানে শহিদ বুদ্ধিজীবীদের অবদান ও হত্যা কান্ডের ইতিহাস ফুটে উঠে।আলোচনা সভার একপর্যায়ে কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা বলেন, ”পাক-হানাদার বাহিনী চেয়েছিলো বাংলাকে বুদ্ধিহীন করতে কিন্তু বাংলাদেশ আজ জ্ঞান বিজ্ঞান ও বুদ্ধিদীপ্তে সফলতার সারিতে।।”সর্বশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের অবদান ও হত্যা কান্ডের ইতিহাস বুকে ধারণ করে সুস্থ ও সুন্দর সমাজ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা চেয়ে আলোচনা সভা সমাপ্ত ঘোষনা করেন।