এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ইমরুল হাসান সিফাত অভিযোগ করেন- পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নেওয়ারগাছা গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে মোঃ আল আমিন হোসেন আমাদের প্রতিষ্ঠানে একজন কর্মচারী হিসেবে কর্তব্যরত ছিল। বৃহস্পতিবার দুপুরে আমি আমার নিজ বাসা হতে আল আমিনের কাছে উল্লাপাড়া শাখার ইউসিবিএল ব্যাংকে দশ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য পাঠাই।
প্রতারক আলামিন উল্লাপাড়া শাখার ইউসিবিএল ব্যাংকে উক্ত ১০ লক্ষ টাকা জমা না দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে আমি তার কোন খোঁজ পাইনা এবং তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। আমি আমার লোকজন নিয়ে তার বাসায় গেলে তাকে সহ তার পরিবারের কোন সদস্যকে বাসায় পাওয়া যায় নাই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান না পেয়ে উল্লাপাড়া থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই মোঃ খয়ের হোসেন বলেন, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।