এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে একাদশ শ্রেণীতে ভর্তি ও বই কিনতে নগদ তিন লক্ষ টাকার 'স্কলারশিপ' দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় কার্যালয়ে ৬০ জন শিক্ষার্থীর হাতে নগদ তিন লক্ষ টাকা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারী মাসুদ রানা তুহিন।
এসময় ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন বলেন, "আমরা চাই তোমরা সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠো। এসএসসি/দাখিল পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে গিয়ে অনেকে আর্থিক সংকটে পড়ো, বই কেনা তোমাদের জন্য বড় বোঝা হয়। তাই মৌলভীবাজার জেলা ছাত্রশিবির থেকে নগদ তিন লক্ষ টাকার এই ক্ষুদ্র সহযোগিতা তোমাদের হাতে তুলে দিলাম। আমরা বিশ্বাস করি এই সহযোগিতা তোমাদের শিক্ষাজীবনকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা একদিন জাতিকে আলোকিত করবে, মেধা ও নৈতিকতার সমন্বয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলবে। ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।"