আজ রবিবার সকাল ১১ঘটিকায় দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ঝুমা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উসমান গনি তালুকদার, এমদাদ খান, এডভোকেট মুজিবুর রহমান, শ. ম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক বিভাস সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, সদস্য বিপ্লব মজুমদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীগন।
বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার এ ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এ ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আইভী রহমান সহ অপর ২৪ জন নিহত হন।আহত হয় পাঁচ শতাধিক। আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।