কক্সবাজার পৌর সভার অন্তগত বৃহত্তর দক্ষিণ রুমালিয়ার ছড়ার প্রধান এই অবহেলিত সড়কটি নিয়ে স্হানীয় জনসাধারণের ভোগান্তি কষ্ট সাধ্য দেখার কেউ নেই।

কক্সবাজার পৌর সভার অন্তগত বৃহত্তর দক্ষিণ রুমালিয়ার ছড়ার প্রধান এই অবহেলিত সড়কটি নিয়ে স্হানীয় জনসাধারণের ভোগান্তি কষ্ট সাধ্য দেখার কেউ নেই। নির্বাচনমুখী প্রার্থীগণ বারংবার আশ্বাস দিয়ে গেলেও কাজের বেলায় বুড়ো আঙুল দেখিয়ে দেয়, এবং সীল স্বাক্ষরে সীমাবদ্ধ থেকে যায় ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। হাজার হাজার স্হানীয় জনসাধারণের বসবাস তাঁদের সন্তানসন্ততি কোনো ভাবে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পরিপাটি হয়ে তাদের পাঠদানে যাওয়া,কিংবা পরিক্ষায় অংশ গ্রহণ করা ও অনুপোযোগী হয়ে পড়েছে দীর্ঘ কাল ধরে। একজন অসুস্থ রোগী তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ামত ও ব্যবস্হা নেই বললেই চলে, একটুখানি বৃষ্টি হলেই এই সড়ক আর চলার উপযোগী থাকেনা, এত কষ্ট কেন আমাদের পথ চলা। পৌর প্রশাসক বরাবর অনুরোধ রইল এই সড়কটি দ্রুত মেরামত করে মানুষের চলাচলের সু ব্যবস্তা করে দিয়ে এই দূদর্শা থেকে বৃহত্তর দক্ষিণ রুমালিয়ার ছড়াবাসীকে মুক্তি দিন।