বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ১০পিস ইয়াবা, ৩ পিস ট্যাপেন্টাডল ও গাজাসহ তাদের আটক করা হয়। 

সেনাবাহিনীর বোদা ও দেবীগঞ্জ ক্যাম্পের সমন্বয়ে দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ ও বোদা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম।

আটককৃতরা হলেন ময়দানদিঘী ইউনিয়নের মলানীপাড়া গ্রামের মৃত সাতালু চন্দ্র ঘোষ এর পুত্র কৈলশ চন্দ্র রায় (৩০) ও ময়দানদিঘী বাজার গ্রামের তছির উদ্দীনের পুত্র ফারুখ ইসলাম (৩৪)।   

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, সেনাবাহিনীর টহল টিম তাদের মাদকসহ আটক করে খবর দিলে পুলিশের একটি টিম তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে গোপনে সুকৌশলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।