গতকাল ১৬ জুলাই রাতে বিকল্পধারা বাংলাদেশের দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর(অবঃ) আবদুল মান্নান বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পথযাত্রা সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় যে নৃশংসতা প্রকাশ পেয়েছে তা জাতি বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ রাজনীতিতে যে পচন ধরেছিল তার বহিঃপ্রকাশ এই সন্ত্রাসী হামলার ঘটনা। ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাদের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। একই সঙ্গে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেছে। এতে প্রমাণিত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার অপরিণামদর্শী রাজনীতি কতটা ভয়ঙ্কর ছিল। শেখ হাসিনা তার অনুসারী ছাত্রলীগকে ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপে রূপান্তরিত করছিল। এই আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।