এনায়েতপুরে ঐহিত্যবাহী ১১০তম বাৎসরিক ওরসের প্রস্কুতি প্রায় শেষ

সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর দরবার শরীফে ঐহিত্যবাহী ১১০তম বাৎসরিক ওরস আগামী ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে  শুরু হয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরীফ কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। আগামি ৫ই জানুয়ারি, ২০২৪ তারিখে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে ওরসের সমাপ্তি হবে বলে আশা করা হচ্ছে।