কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার ৩ নং মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও RDRS BANGLADESH  এর প্রজেক্ট অফিসার মৌসুমি আক্তারের সঞ্চালনায়, GiveDirectly এর সহযোগিতায়, RDRS BANGLADESH  এর বাস্তবায়নে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদে সকাল ০২.০০ ঘটিকায় Anticipatory Action RCT Project in Bangladesh (এন্টিসিপেটরি অ্যাকশন বিষয়ক গবেষণা প্রকল্প -বাংলাদেশ এর Orientation on Project Information And Anticipatory Action Related Issue বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই প্রজেক্টের কার্যক্রম চর রাজিবপুর উপজেলার ৩ নং মোহনগঞ্জ ইউনিয়ন, রৌমারি উপজেলার রৌমারি সদর ইউনিয়ন ,উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে চালু রয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান বিষয়ে সহায়তা প্রদানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করাই এই প্রজেক্টের কাজ।দুর্যোগ পূর্ব সময়ের সহযোগিতা ও পরবর্তী সময়ের সহযোগিতা এবং সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে থাকেন এই প্রকল্পটি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩ নং মোহনগন্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন,দাতা সংস্থা GiveDirectly এর কুড়িগ্রাম জেলা ফিল্ড কো-অর্ডিনেটর এস এম রেজওয়ান হোসেন সরকার,RDRS BANGLADESH এর চর রাজিবপুর উপজেলা শাখার প্রজেক্ট অফিসার মৌসুমি আক্তার
SRSP এর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, মোহনগঞ্জ ফেডারেশন সভাপতি খলিলুর রহমান,
মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের  ৫নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন  ও যুবফোরামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।