প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস এবং তাঁর একজন সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়।
প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনে আইনজীবী আব্দুল মালেক মশিউর রাত ১১টা ১০ মিনিটে রমনা থানায় মামলাটি দায়ের করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন রমনা থানা কতৃপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনছারকে।
এর আগে এক যুবলীগ নেতার দায়ের করা মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয়। বর্তমানে শামসুজ্জামান কোথায় আছেন সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।