এভিলা লিঃ এর এম.ডি মোঃ শফিউর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি I পাবনা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৫ নং আদালত সি .আর ২৬৬ /২৪ সাঁথিয়া  ফৌজদারী কার্যবিধি ৭৫ ধারা অনুযায়ী তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে
পাবনা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৫ নং আদালত সি .আর ২৬৬ /২৪ সাঁথিয়া এই মামলার প্রধান ও একমাত্র আসামী মোঃ শফিউর রহমান, পিতাঃ মোঃ সামসুদ্দোহা, মাতাঃ শাহিদা বেগম গ্রামঃ বাহিমালী ( হারোয়া) ,থানা :বড়াইগ্রাম, জেলা: নাটোর। 

এর নামে ফৌজদারী কার্যবিধি ৭৫ ধারা ( গ্রেফতারি ওয়ারেন্ট) হয়েছে I উক্ত আসামী দীর্ঘ দিন পলাতক আছে l সে উক্ত মামলায় ওয়ারেন্ট হওয়ার পরেও কোর্টে অবস্থিত হচ্ছে না l

 বিজ্ঞ আদালত তাকে অতি দ্রুত আদালতে হাজিরা দিতে বলেছে ।সে এভিলা লিমিটেডের নাম করে ১৫ লাখ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে l

 সে এভিলা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ।এখন সে ব্যবসার লোভ্যাংশও দেয় না এবং মুল টাকাও ফেরত দিচ্ছে না।

তার একাধিক মোবাইল নাম্বার নিম্নরুপ - 01618443333,01534555178,01797737313.

উক্ত মামলার বাদী এ কে এম রাশিদুজ্জামান ,পিতা মোঃ আবুল কালাম আজাদ,
 গ্রাম +থানা: সাঁথিয়া জেলা: পাবনা I