এইচ এস সি পরীক্ষা ২০২৪ দুই মাস পেছানোর দাবিতে আজ বৃহস্পতিবার ৩০ মে বেলা ১২ দিকে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এইচ এস সি পরীক্ষা ২০২৪ দুই মাস পেছানোর দাবিতে আজ বৃহস্পতিবার ৩০ মে বেলা ১২ দিকে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এসময় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে পঞ্চগড় -তেতুলিয়া মহাসড়ক দিয়ে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার কবলে অনেক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বাধাগ্রস্ত হচ্ছে,সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় এক কোটি পরিবার।

রাজনৈতিক অস্থিরতা কারণে একাডেমিক ক্লাস বাধাগ্রস্ত হয়েছে। সংক্ষিপ্ত সময়ে অনেক বড় সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি,অথচ গতবছর এইচ এস সি শিক্ষার্থীদের পর্যন্ত সময় দেওয়া হয়েছে।সেই তুলনায় আমাদের কম সময় দেওয়া হচ্ছে, তাই শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের পরীক্ষা দুই মাস পিছিয়ে দিয়ে ,আমাদের যুক্তিসঙ্গত দাবিসমূহ মেনে নিয়ে ভালো ফলাফল করার সুযোগ করে দেন।

আরো বক্তব্য রাখেন নাজমুল হাসান,সুষ্ময় রায়,নিয়াজ আলী, মুরসালিন,মুন্না, আলমাছ মুহতাসিমবিল্লাহ ইমন সহ আরো অনেকে।উপস্থিত শিক্ষার্থীরা আমাদের দাবি মানতে হবে, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, মানিনা মানবো না, ২৩ ব্যাচকে ফুলের মালা আমাদের কেন অবহেলা ইত্যাদি স্লোগান দেন ফেস্টুন নিয়ে অবস্থান করে।

এসময় মানববন্ধনে অংশ নেয় মকবুলার রহমান সরকারি কলেজ, জগদল ডিগ্রি কলেজ,পাথরাজ কলেজ,ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার কলেজ সহ অন্যান্য কলেজের দুইশতাধিক শিক্ষার্থী বৃন্দ।