ইসলামি বিপ্লবের মাধ্যমে গণআন্দোলন গড়ে তুলতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ই রমজান বাদ আসর কুষ্টিয়া মডেল মসজিদ কুঠিপাড়া হলরুমে খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রবীণ সাংবাদিক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক। এসময় পবিত্র কোরআন শরীফ পাঠ করেন শফিউল আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ আজিম উদ্দিন, জিকে স্কুলের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ রেজাউল করিম,মোহাম্মদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা ও শহর এর সকল সদস্য উপস্থিত ছিলেন।
সর্বোপরি ঐতিহাসিক বদরের যুদ্ধ সম্পর্কে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে গঠনমূলক বিস্তর আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ।