ধর্ম-বর্ণ ভিন্ন মত,সবার জন্য খেলাফত। মুক্তির রাজপথ, ইসলামি খেলাফত। এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই রমজান মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর থানা শাখার উদ্যোগে, সদর উপজেলার উত্তর আমলাপাড়া মিফতাহুল উলূম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদরের সভাপতি মাওলানা মুফতি বসির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, প্রধান বক্তা বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হাফেজ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জেলা দায়িত্বশীল মুফতী শাব্বির, সহ জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা শারাফাত হোসেন, সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর উপজেলা শাখার
সহ-সভাপতি মাওলানা আহসানুর রহমান,মুহাম্মদ রফিকুল ইসলাম হিরোক,মোহাম্মদ রুম্মান,মাওলানা মাহমুদুল হাসান, মুফতি হারুনুর রশিদ ইউসুফী,জান মোহাম্মদ,মাওলানা আমজাদ হুসাইন।সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,
মাওলানা নুরুল আমিন,মাওলানা জুনায়েদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ফয়সাল,মোহাম্মদ মহিদুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রহমান,সহ-বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সামাদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক
হাফেজ দেলাওয়ার হোসেন,সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌলভী শাহজাহান আলী,অফিস সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,সহ-অফিস সম্পাদক মাওলানা মিজানুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার শামসুর রহমান হিরা,সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান,নির্বাহী সদস্য সালাহ উদ্দিন আল মামুন, হাফেজ মাওলানা আব্দুস সামাদ,মাওলানা ফিরোজুল আলম।
এসময় বক্তারা বলেন,বদর যুদ্ধের শুরু ও শেষের ঘটনাপ্রবাহে বহুবিধ শিক্ষা রয়েছে। এর মধ্যে অন্যতম শিক্ষা হলো, জালিমকে আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত সুযোগ দিলেও শেষ বিচারে মজলুমের হাতেই জালিমের শোচনীয় পরাজয় ঘটে। মজলুম ইতিহাসের পাতায় স্বমহিমায় টিকে থাকে, জালিম ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।