পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন 'সুন্দরবন'

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন 'সুন্দরবন'। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯মার্চ) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়
সভায় কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবর কয়রায় সদস্য নিরাপদ মুন্ডার সঞ্চলনায় বক্তব্য রাখেন, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাকী
রেজওয়ান, শিক্ষক অরবিন্দু কুমার মন্ডল, কল্যান কুমার সানা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন, নূর জামান, জাহিদুল ইসলাম, মাহিনুর রহমান, জিয়াউর রহমান, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য সাংবাদিক ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, সাথী আক্তার, সুব্রত মুন্ডা, সবুজ, বনজীবী মফিজুল ইসলাম, আব্দুলাহ মোড়ল, বাসন্তী মুন্ডা প্রমুখ
সভায় কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক বলেন, আমরা যদি সুন্দরবন রক্ষা করতে চাই, তাহলে প্রত্যেক যুবক-যুবতীকে এ বিষয়ে সচেতন করতে হবে। সুন্দরবন শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। এর ক্ষতি হলে কেবল পরিবেশই নয়, আমাদের জীবনযাত্রাও মারাত্মকভাবে প্রভাবিত হবে। তাই সুন্দরবনকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদি পরিবেশ সচেতনতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে এবং সুন্দরবন রক্ষা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হবে
সভায় শিক্ষক, সাংবাদিক, জেলে, বাওয়ালী, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।