ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ০৮নং গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে হযরত শাহ্ সৈয়দ (মা.) আলী (রহ.) এর মাজার শরীফে প্রতি বৎসর ওরসের নামে মাদক, জুয়া,গান-বাজনা সহ বিভিন্ন অগ্নীল ও অসামাজিক কাজ হয়ে থাকে যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়! 



এলাকার জনগণ বলেন ওরুসে নামে প্রতি বছর মহিলা শিল্পী ভাড়া করে এনে গানবাজনা হতো মাদকের আসর বসানো হতো জুয়া খেলা আসক্ত হয়ে যেত এলাকার যুব সমাজ!  

 এবারও ৩দিন ব্যাগী ২৩,২৪ ও ২৫শে ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ: রবি, সোম ও মঙ্গলবার উক্ত মাজার কমিটির সভাপতি সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল পীর সাহেব, সাধারণ সম্পাদক এডভোকেট বাবর আলীসহ কমিটির সদস্যবৃন্দ ও বর্তমান খাদেম গংদের নেতৃত্বে উক্ত ওরসের আয়োজন করেছে। 

যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন কোন অবস্থাতেই মেনে নিতে পারছে না।  গত বছর গুলোতে  দলীয় প্রভাবে আইনের ধরাছোঁয়ার বাহিরে  এসব কাজ করে গেলেও  এই বছর এলাকার সাধারণ জনগণ অভিযোগ দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে!   পরর্বতীতে  নাসিরনগর থানা  তদন্ত করলে ওরুস কমিটি বলেন যে জুয়া অসামাজিক কাজ ও অশ্লীলতার পক্ষে উক্ত ওরুস কমিটি যুক্ত নয়! এবং প্রথমদিন রাতে পুনরায় এইসব অসামাজিক কাজ চলে থাকে!  


পরবর্তীতে ওরুসের  দ্বিতীয় দিন  এলাকার সাধারণ জনগণের সমন্বয়ে ও বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ উক্ত ওরুস বন্ধ করে দেয়! এবং অসামাজিক কার্যকলাপ যেন পরবর্তীতে আর কেউ করার দুঃসাহস না করতে পারে  সেই   বিষয় খেয়াল রাখতে গ্রামবাসী প্রতি আহ্বান জানান!