আজ শনিবার বোয়ালখালী বাজার এর সাপ্তাহিক হাটবাজার। আর এই বাজার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সব থেকে বড় বাজার,যেখানে প্রচুর মানুষের সমাগম হয়।

মেইন রোডের পাশেই বাজার হওয়ায় রাস্তার পাশে সব্জি বিক্রেতা, মুরগী বিক্রেতা গরু বিক্রেতাদের উপচ্ছে পরা ক্রেতার কারণে সৃষ্টি হয় যানযট যা জনদুর্ভোগ রূপ নেয়।

সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের এই দুর্ভোগ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বাজার কমিটি। তবে জনবল কম হওয়ায় যানজট থেকেই যাচ্ছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়ার নির্দেশে দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে  যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দল বোয়ালখালী বাজার এর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ করে।

আজ শনিবার(১২-জুলাই)-২৫ইং সকাল ৭ঃ০০ ঘটিকায় ট্রাফিক সেবা এবং যানজট নিরসনের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি জনাব শফিকুল ইসলাম, সিনিয়র সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা । 

এ সময় দীঘিনালা উপজেলা যুবদলের  আহবায়ক মোতালেব হোসেন বলেন, সাধারণ জনগণের দূর্ভোগ কমাতে প্রিয় নেতার নির্দেশে দীঘিনালা উপজেলা যুবদল অতীতেও মাঠে  ছিলো বর্তমানেও থাকবে।

দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতারা আরও বলেন বোয়ালখালী বাজারের পাশেই খাগড়াছড়ি এবং সাজেক এর মেইন রোড হওয়ায় যানজট লেগেই থাকে,ওয়াদুদ ভূইয়ার নির্দেশে আমরা যানজট নিরসনে কাজ করে যাবো।

বাজারের ক্রেতা এবং বিক্রেতারা বিএনপির এমন ব্যতিক্রমী উদ্যোগ কে স্বাগতম জানিয়েছে।বিক্রেতারা বলেন আজকে বাজারে যানজট কম থাকায় ক্রেতা বেশি ছিলো।বাজারে ক্রয় করতে আসা অনেকেই বলেন আজকের সাপ্তাহিক বাজারটা ছিলো নিরাপদ, আমরা ক্রয় করার সময় ভয়ে থাকি কখন  গাড়ি গায়ের উপড়ে উঠে যায়, বাড়ি ফেরা নিয়েও ছিলাম  সংশয় ।ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা বিএনপির সকল নেতাকর্মী দের ধন্যবাদ দেন বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতারা। 

ট্রাফিক ব্যবস্থাপনায় সরকারিভাবে উদ্যোগ না থাকলেও রাজনৈতিক সংগঠনের এমন স্বেচ্ছাসেবী প্রচেষ্টা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। যদি এভাবে নিয়মিত ও সংগঠিতভাবে কাজ চলতে থাকে, তবে দীঘিনালার নাগরিক জীবন আরও স্বস্তিদায়ক হবে — এমনটাই আশা স্থানীয়দের।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন,শনিবার সাপ্তাহিক হাটের দিন, যানজটে নাকাল দীঘিনালা বাসি,যানজট মুক্ত করতে জননেতা ওয়াদুদ ভূইয়া মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে, দীঘিনালা উপজেলা যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল  বোয়ালখালী বাজারে ট্রাফিক সেবা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। 
মানবিক এই কাজে যুক্ত হওয়ার জন্য,
বোয়ালখালি বাজার পরিচালনা কমিটির পক্ষ হতে 
কৃতজ্ঞতা ওয়াদুদ ভুঁইয়া মহোদয়কে, ধন্যবাদ যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ সকলকে।।