জুলাই গণঅভ্যুত্থান এর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজারের অংগ সংগঠন কক্সবাজার পৌর সভার আওতাধীন ৮ নং ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ কক্সবাজার জেলার বীরশ্রেষ্ট শহীদ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্টিত হয় ।

 এতে পরধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী(সহ সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি ও আহবায়ক, কক্সবাজার পৌর বিএনপি), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব জনাব আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সাবেক কাউন্সিলর, এডভোকেট আব্দুল কাইয়ুম (যুগ্ন আহবায়ক, কক্সবাজার পৌর বিএনপি), রাশেদ আবেদীন সবুজ(সদস্য, কক্সবাজার পৌর বিএনপি), ছুরত আলম(সদস্য, কক্সবাজার পৌর বিএনপি), সরওয়ার রোমন(সদস্য সচিব, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল ও সদস্য, জেলা ক্রিড়া পরিষদ), নেজাম উদ্দিন(সহ সভাপতি, কক্সবাজার জেলা যুবদল), ফরিদুল আলম(সহ সভাপতি, কক্সবাজার জেলা যুবদল), মাষ্টার জসিম উদ্দিন (জেলা যুবদল নেতা), ইমরান সিকদার (সভাপতি পৌর স্বেচ্ছাসেবক দল) ওমর ফারুক(সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল), শাহীনুল কাদের লিমন (যুগ্ন আহবায়ক, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল), বাবু দোলন ধর (জেলা যুবদল নেতা), বাবু ফুলু মং ( বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সহ ওয়ার্ড ও পৌর শাখার নেতৃবৃন্দ, আয়োজক হিসেবে সার্বিক সকল বিষয়ে সহযোগিতা ও তত্বাবধান করেন নাছির উদ্দিন দুখু বিএনপি নেতা ৮ নং ওয়ার্ড ।
প্রধান অথিতি বলেন, খেলাধুলা মানুষের মন ও মননকে সুন্দর করে, যুব সমাজকে মাদকের থেকে দূরে লাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা আগামী প্রতিটা ওয়ার্ডকে এধরনের আয়োজন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান, তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি এনপি) কখনো অন্যায় কে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না, সবাইকে মাদক ছেড়ে খেলাধুলায় মনযোগি হওয়ার আহ্বান জানান ।
বিশেষ অথিতি  আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ ক্রিড়ার উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন এবং নতুন নতুন খেলোয়াড় তৈরির জন্য সবার সহযোগিতা কামনা করেন ।
সদস্য সচিব, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল ও সদস্য, জেলা ক্রিড়া পরিষদ সরওয়ার রোমন বলেন আজকের এই আয়োজন আমাদের পথ খুলে দিয়েছে আগামীতে এ ধরনের আরো বেশি বেশি আয়োজনে সার্বিক সহযোগিতা চলমান থাকবে ।
উক্ত প্রীতি ম্যাচ শেষে খেলার বিজয়ী ও বিজীত দলকে ট্রফি বিতরণ করা হয় । এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি এনপি) ৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন ।