গত শুক্রবার, ৯ মে ২০২৫ ইং কক্সবাজার জেলার অন্যতম স্কুল মোহাম্মদ ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয় একটি ফ্রিল্যান্সিং এর উপর ফ্রি সেমিনার

গত শুক্রবার, ৯ মে ২০২৫ ইং কক্সবাজার জেলার অন্যতম স্কুল মোহাম্মদ ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়  হল রুমে অনুষ্ঠিত হয় একটি ফ্রিল্যান্সিং এর উপর ফ্রি সেমিনার। সেমিনারটির আয়োজন করেন Videdits ( ভিড় এডিট )  নামের একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের কো ফাউন্ডার  তরুন উদ্যোক্তা মো: নুরুল আজিজ বায়েজিদ। 
অনুষ্ঠানটি শুরু হয় বিকেল তিনটায়। অনুষ্ঠানের শুরু থেকেই দেখা যায়  অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের চোখে মুখে আগ্রহ আর আশার আলো। প্রযুক্তি দিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে জড়ো হয়েছিল শতাধিক তরুণ ও তরুণী।
সেমিনারটি সাধারণ হলেও এটির ভাবনা ছিল গভীর। তরুণদের আত্মবিশ্বাসী করে তোলা, তাদের সামনে অনলাইন আয়ের সৎ পন্থা, বেকারত্ব দূরীকরণ ও টেকসই উন্নয়নের পথগুলো তুলে ধরাই ছিল সেমিনারের মূল উদ্দেশ্য।‌ 
Computer Skill Development Institute (CSDI)- কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ( সিএসডিআই) এর প্রতিষ্ঠাতা ও সিইও  শিহাব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ফ্রিল্যান্সার জনাব মাইমুন, যিনি একজন ওয়েব ডেভেলপার ও ক্যারিয়ার মেন্টর। তিনি তার বক্তব্যে  বাস্তব অভিজ্ঞতা থেকে তরুণদের উজ্জীবিত করেন, অনলাইন আয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টার -জিইএলসি, রামু, (Global English Learning Centre- GELC, Ramu) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ সাহেদুল ইসলাম রায়হান। তিনি  ফ্রিল্যান্সিংয়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে ইংরেজিতে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়ে তরুণদের উদ্বুদ্ধ করেন। আন্তর্জাতিক ভাষার দক্ষতা অর্জনের জন্য অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। তিনি আরো বলেন  ইংরেজি ভাষার দক্ষতা ফ্রিল্যান্সিংয়ে  সহজে সফলতা এনে দেবে। সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন "একজন প্রবলেম সলভার হিসেবে নিজেকে তৈরি করুন"  মানুষের বিভিন্ন সমস্যার সমাধানকারী হিসেবে নিজেকে তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। 
উক্ত ফ্রিল্যান্সিং এর ফ্রি সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল আজিজ বায়েজিদ।  তিনি বলেন 'Vid Edits' নামের এই প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিকমানের ডিজিটাল এজেন্সি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে আজিজের মন পড়ে ছিল প্রযুক্তির জগতে। আর সেই আগ্রহ থেকেই গড়ে তুলেছেন একটি সফল টিম—যেখানে দেশি-বিদেশি মিলিয়ে কাজ করছেন ৩০ জনেরও বেশি দক্ষ সদস্য।
নিজের গল্প বলতে গিয়ে আজিজ বলেন, “আমার ক্যারিয়ারের শুরুটা ছিল একটি কলেজের শিক্ষকতা দিয়ে। এরপর ইসলামিক ফাউন্ডেশন ও আইসিটি অধিদপ্তরের সঙ্গে কাজ করেছি। কিন্তু প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে আজ আমি নিজেই একটি টিম তৈরি করেছি। এখন পর্যন্ত এক হাজারের ও বেশি তরুণকে গাইড করেছি, যাদের অনেকেই এখন সফলভাবে কাজ করছেন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে।”
তিনি আরও বলেন, “আমার স্বপ্ন—এই কক্সবাজার থেকেই যেন উঠে আসে বিশ্বমানের সফল ফ্রিল্যান্সার"।  প্রযুক্তির এই জগতে তরুণরা যেন ভয় না পায়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়—সেটাই আমি চাই। এছাড়াও কক্সবাজারে আন্তর্জাতিক মানের দক্ষ ফ্রিল্যান্সার প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি ও তার টিম। 

সেমিনারে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের অনুপ্রাণিত করতে আয়োজক ও Vid Edits-এর টিম মেম্বার  COO ফারজানা নূরী, সদস্য নুসরাত জাহান, তানভিন রিটা ও তানিশা মমতাজ নিজেদের ফ্রিল্যান্সিং জার্নির কথা শেয়ার করেন এবং তাদের জীবনের গল্প বলে অনুপ্রাণিত করেন সবাইকে। ‌ তাদের কথা শুনে 
শিক্ষার্থীদের চোখে যেন সাহস ও স্বপ্ন উঁকি দিচ্ছিল বারবার।
অনেকেই বললেন, এই সেমিনার তাদের জীবনে প্রথমবারের মতো ফ্রিল্যান্সিংকে বাস্তব ও সম্ভব কিছু মনে করিয়েছে।
এই আয়োজন প্রমাণ করে, রাজধানী বা বড় শহরেই যে সুযোগ সীমাবদ্ধ তা নয়। সঠিক দিকনির্দেশনা, দক্ষতা আর সদিচ্ছা থাকলে কক্সবাজারের মতো জেলাতেও গড়ে উঠতে পারে বিশ্বমানের দক্ষ ফোর্স এবং রাখতে পারে দেশের অর্থনীতিতে ভূমিকা।