কক্সবাজার পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ এর ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন মান্যবর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কক্সবাজার। কক্সবাজার জেলায় অনুষ্ঠিত পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্রগুলোর চলমান ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত জেলা প্রশাসক, জনাব মুহাম্মদ শাহীন ইমরান মহোদয় ও জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ'সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, জনাব মুহাম্মদ শাহীন ইমরান মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত, কক্সবাজারের কোন কেন্দ্রে ছোট বড় কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান। ভোট গণনা শেষে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান।