কক্সবাজার একদিনে ভিন্ন ভিন্ন ঘটনায় ২ জন নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে ঈদগাঁওতে গুলি করে হত্যা করা হয়েছে হাবিবুল হুদা চৌধুরী নামক এক ব্যক্তিকে।  অপরদিকে মহেশখালী হোয়ানকে পারিবারিক কলহের জেরে স্বামী নিজেই হত্যা করে দায় স্বীকার করেছে। এই ঘটনায় নিহত হয়েছে সুমাইয়া আক্তার নামের ২ সন্তানের জননী।  

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজের পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় হাবিবুল হুদা চৌধুরী নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।  

অপরদিকে মহেশখালীর হোয়ানকে স্বামীর নির্যাতনে সুমাইয়া আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনা ২৩ ঘন্টা পর পাষণ্ড স্বামী রমজান আলীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান, জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে রমজান আলী তাঁর স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। শনিবার ১৬৪ জবানবন্দি নেওয়ার জন্য তাকে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।