পাহাড় কাটা, বালু উত্তোলন ও বনের গাছ পাচার সহ বন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাহাড়ের বালি

পাহাড় কাটা, বালু উত্তোলন ও বনের গাছ পাচার সহ বন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাহাড়ের বালি পাচারের সময় দুটি ডাম্পার আটক করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ।পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ বাবুল নেতৃত্বে কাঁঠালিয়ামোড়া ও তাহের মোহাম্মদ ঘোনায় বন কর্মীরা এ অভিযান পরিচালনা করেন।রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ বাবুল জানান,গত ১৬ নভেম্বর পাহাড়ের বালি পাচারের খবর পেয়ে পিএমখালী রেঞ্জের কাঁঠালিয়ামোড়া এলাকায় অভিযান চালিয়ে বালিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়,এবং ১৭ নভেম্বর তুতকখালীর তাহের মোহাম্মদ ঘোনায় অভিযান চালিয়ে বালিভর্তি আরও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।তিনি আরও জানান,এবিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে, এবং জব্দকৃত গাড়ি দুটি রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে।চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।