কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৭ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার রেজুখাল চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশির সময় সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই যুবককে আটক করা হয়। আটকরা হলো—
মোঃ জাহিদুল ইসলাম (২১), পিতা- মাহবুব আলম, গ্রাম- গাওয়াইর দক্ষিণ খান, ডাকঘর- আশকোনা, থানা- ঢাকা উত্তর সিটি করপোরেশন, জেলা- ঢাকা।
রিয়াজুল ইসলাম (২৬), পিতা- মোজাম্মেল হক, গ্রাম- মৈনারটেক, ডাকঘর- উত্তর খান, থানা- ঢাকা উত্তর সিটি করপোরেশন, জেলা- ঢাকা।
অভিযানে ইয়াবার পাশাপাশি পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”