কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বিজিবি টেকনাফে নিখোঁজ হওয়া, জোয়ান এর জানাজায় অংশগ্রহণের জন্য হাজারো হাজার মানুষ অশ্রুসিক্ত অবস্থায় অপেক্ষা করেনএবং নিজ গ্রামের জন্মভূমির মাটিতে সমাহিত করলেন, কক্সবাজার টেকনাফ সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া, সিপাহী বিল্লাল হাসান। বিজিবির প্রচলিত রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে সিপাহী বিল্লাল হাসান কে এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়ির আত্মীয়-স্বজন সকলের জমায়েত হন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতুল গ্রামের বজলুর রহমানের ছেলে । বাংলাদেশ অনুপ্রবেশের সময় কক্সবাজারে টেকনাফ সমুদ্রের রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবে যাওয়া উদ্ধার অভিযানে নারী ও শিশু সহ ২৫জন রোহিঙ্গা উদ্ধার করতে গিয়ে সিপাহী বিল্লাল হাসানসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজার টেকনাফ শাহাপুরী দ্বীপের চর এলাকায় বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সদস্য সিপাহী মরহুম বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয।মরহুম সিপাহী বিল্লাল হাসান শাহদ্বীপ সীমান্তবর্তী ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।