বহুল প্রতীক্ষিত কক্সবাজার পৌরসভা নির্বাচন আজ ১২ জুন, ২০২৩ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় সমাপ্ত হয়। কক্সবাজার নির্বাচন কমিশন অফিস জানায়, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দর ও সুশৃংখলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ভোটারগণ আনন্দঘন পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে।
ধারণা করা হচ্ছে প্রায় ৬০% ভোট কাস্ট করা হয়েছে, যেখানে মোট ভোটারের সংখ্যা ছিল ৯৪ হাজার ৮০২ জন। তারমধ্যে পুরুষ ৪৯ হাজার ৮৭৯ জন এবং মহিলা ৪৪ হাজার ৯২৩ জন। মোট ভোটের হার ছিল ৬০ শতাংশ৷ এখানে নৌকা প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী- ২৮০৬২ ভোট নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়, যেখানে নৌকার বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ মার্কা প্রার্থী মাসেদুল হক রাশেদ- ২৪৬৯৯ ভোট পায়।
কক্সবাজারে পৌরসভার ১২ টি ওয়ার্ডে সর্বমোট ৪৩ টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মেয়র পদে প্রার্থী ছিলেন ৫ জন। ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন ও ৪টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
কক্সবাজার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, "অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্রে ২টি করে সিসিটিভি এবং প্রতি বুথে ১টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। একইসাথে পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭৯০ জন পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো।