কিশোরগঞ্জের কটিয়াদীতে এক অসহায় মায়ের অভিযোগের ভিত্তিতে মো.সেলিম মিয়া (২৪) নামে এক মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের কারাদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। মাদকাসক্ত মো.সেলিম মিয়া কটিয়াদী পৌরসভার ১নং ওয়ার্ডে কামারকোনা মহল্লার মো.কাদির মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। মাদকাসক্তের মা মোছাঃহাজেরা আক্তার জানান, আমার ১ ছেলে ও ৩ মেয়ের মাঝে ছেলে তৃতীয় সে খারাপ ছেলেদের সাথে মিশে নিশা সেবন করে।নেশার টাকার জন্য আমাকে মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে।এক পা ও এক হাত পুরোটা প্লাস্টার করতে হয়েছে মায়ের। হাতে ও শরীলে আঘাত করেছে। অসহায় মা বাধ্য হয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের শরণাপন্ন হয়েছিল। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকাসক্ত মো.সেলিম মিয়া নামে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে উপস্থিতি জনগনের সামনে মাদক সেবন, মাকে মারধরের কথা স্বীকার করেন। আইন মোতাবেক তাকে ৬মাসের কারাদন্ড করা হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে  এক অসহায় মায়ের অভিযোগের ভিত্তিতে মো.সেলিম মিয়া (২৪) নামে এক মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের কারাদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।