কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের পাঠানটুলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি ফারুখ আহমেদ নোমানী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য অজিত কুমার দাশ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন মো. হাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাস্টার জাকির হুসেন, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, সদস্যবৃন্দ মো. আরিফুর রহমান, ফজল উদ্দিন, মো. জানে আলম, মো. আওলাদ মিয়া, শেখ আনিসুর রহমান জয়, সুয়াব আহমদ রবিন, নাসির আহমদ, খালেদ আহমেদ, মো. আমীর হুসেন, আরিফ হুসাইনসহ প্রমুখ ।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ সংগঠন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হয়।
সভায় জানানো হয়, সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির বর্তমান মেয়াদ শেষ হওয়ায় একটি তিন সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ নতুন বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়াও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, পরবর্তী ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।
সভা শেষে অংশগ্রহণকারী সকল সদস্য সংগঠনের অগ্রগতি ও কার্যক্রমের সফলতা কামনা করে অনেকেই সভায় বক্তব্য রাখেন।