ভোক্তা অধিকার সংরক্ষণ ও সচেতন বিষয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কনসাস কনজ্যুমার সোসাইটির কক্সবাজার জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শনিবার ( ৫ই জুলাই) বিকেল তিনটায় বাস টার্মিনাল বিএডিসি সেচ ভবনের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিসিএস সদস্য মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় ও জেলা কোঅর্ডিনেটর মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ হাসান আল মারুফ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।সিসিএস সদস্য ও ছাত্র প্রতিনিধি রবিউল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পরিচিতি পর্ব সম্পন্ন হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ভোক্তার অধিকার ও নিরাপদ খাদ্যের আইনী সুরক্ষা এবং করণীয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবকদের মতামত ও প্রশ্নের উত্তর প্রদান করেন। নিরাপদ খাদ্য অধিদপ্তরের কক্সবাজার জেলা অফিসের পক্ষ থেকে সিসিএস সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা করার ঘোষণা দেন এবং সম্মিলিত সচেতনতা কার্যক্রমের মাধ্যমে জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ দপ্তরের সহকারি পরিচালক মোঃ হাসান আল মারুফ বলেন, জনগণ কি চাই, আমাদের কি করতে হবে, বাস্তবে বাজার ব্যবস্থাপনায় ভোক্তাদের কিভাবে ঠকানো হচ্ছে সরকারের দপ্তরের কাছে সব জানা আছে এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু দপ্তরে জনবল সংকট হওয়ার কারণে সঠিক ভাবে শতভাগ কাজ করা কঠিন হয়ে গেছে। সিসিএস দেশ জুড়ে ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করছে, কক্সবাজারেও সিসিএস সদস্যরা সঠিক তথ্য দিয়ে সরকারি দপ্তরকে সহযোগিতা করবে এবং জনগণকে সচেতন করবে।
জেলা কোঅর্ডিনেটর অতিথি সহ সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং সিসিএসের আগামী কর্মপরিকল্পনা ঘোষণা করে সভা সমাপ্ত করেন।
উল্লেখ্য কক্সবাজার জেলার আটটি উপজেলা থেকে সিসিএস সদস্যরা অংশগ্রহণ করেন।