প্রতি বছর এই দিনে ভারত বাংলাদেশ সহ, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। বিশ্বের কিছু কিছু দেশে দিনটি ছুটির দিন হিসেবে পালন করা হয়৷ সেই সাথে ভারতের কলকাতা বাংলাদেশের কুষ্টিয়ার সিলাই দহ ও সিরাজগঞ্জ শাহজাদপুরেও দিন টি পালিত হয়। মহা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পলিত হচ্ছে দিন টি।
তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হচ্ছে বিশ্বকবি কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী। সিরাজগঞ্জ শাহজাদপুর রাবিন্দ্রনাথের কাছাড়ী বাড়ী অডিটোরিয়াম মিলনায়তনে। প্রথম দিনের আয়োজন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের মাননীয় এম পি জনাবা মেরিনা জাহান কবিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ সংসদ এর ডেপুটি স্পিকার ও সাবেক বিদ্যুৎ পতি মন্ত্রী জনাব সামছুল হক টুকু। সকল অতিথি বৃন্দের বক্তৃতা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী বৃন্দ সুরের মূর্ছনায় মেতে উঠলেন সমবেত কন্ঠে। আরো শিল্পী বিন্দ উপস্থিত থেকে স্ব স্ব কন্ঠে রবিন্দ্র সংগীত পরিবেশন করেন।