এলো বৈশাখ 

লেখকঃ বাবুল আকতার 

বৈশাখে এলো ঝড় 
দোল খেলে গাছের ডাল 
ঝুম ঝুম বৃষ্টি 
আকাশের বারিদ দৃষ্টি 
পড়িলো মাটিতে ঘর। 
বৈশাখের প্রথম দিনে 
আনন্দে মেতে ওঠে মনে 
বাংলার বাঙালি জাতি 
নকশি ফুলের মালা গাথি 
গলায় পড়িয়ে তারা 
বৈশাখি মেলা দেখে। 
বৈশাখের এই দিন দুপুরে তে 
ইলিশ মাছ আর পান্তা ভাতে 
হোটেলের ঘরে বসে 
খায় সবাই মিলে মিশে। 
বৈশাখের এই দিনের শেষে 
রজনী গানের আসরে বসে 
আউল বাউল গানের তালে 
নৃত্য করে বাংলার ছেলে। 
বৈশাখের এই দিনের শেষে 
রজনী গানের আসরে বসে 
আউল বাউল গানের তালে 
নৃত্য করে বাংলার ছেলে।