ডেঙ্গু মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশা নিধনের কার্যক্রমের অংশ হিসেবে রেড ক্রিসেন্টে ইয়ুথ এক র্যালি ও আলোচনা সভা আয়োজন করে।
বুধবার ১১টা ৩০মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণ র্যালিটি শুরু হয়ে বিভিন্ন জায়গা প্রদিক্ষণ করে শেষ হয়। এতে শিক্ষক,শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্ট ইয়ুথের সদস্যরা অংশ নেয়।র্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সচেতনতার মাধ্যমে ডেঙ্গু ও এডিস মশা নিধন সম্ভব হবে এবং যেসব জায়গায় এডিস মশা জন্ম নেয় সেসব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতার কোন বিকল্প নেই এবং যখন আপনারা ঘুমাবেন তখন মশারি অবশ্যই টানিয়ে ঘুমাবেন।আমাদের প্রতিষ্ঠান ও আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আরও বলেন,বাসা বাড়িতে জমে থাকা পানি ও ফুলের টব এবং যেসব স্থানে এডিস মশা জন্ম নিতে পারে সেসব জায়গা প্রতিদিন পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন,এখন দেখতে পাচ্ছি করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এজন্য তিনি আহ্বান জানান সাবইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেসব স্বাস্থ্যবিধি দেওয়া আছে সেই নিয়ম গুলো শিক্ষক,শিক্ষার্থীসহ সবাইকে মেনে চলার নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে এবং কলেজের আশেপাশে একটি পরিচ্ছন্নতা অভিযান করা হয়,যেখানে কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্ট ইয়ুথের সদস্যরা অংশগ্রহণ করে।