কিশোরগঞ্জ -৩ করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৯ আগস্ট সন্ধ্যা ৭ টায় মরিচখালী বাজারে গুণধর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস।সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন,যুগ্ন আহব্বায়ক মোজাম্মেল হক কনক প্রমুখ।