নীলফামারীর ডিমলা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি সদস্য-সদস্যা বাছাই করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৮৬ জন সদস্যের মধ্য থেকে পূর্বের ন্যায় ৭৬ টি পূজা মন্ডপে আনসার ভিডিপি সদস্য-সদস্যা দের পাঠানো হবে। 

বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ডোমার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা প্রশিক্ষকা মোছাঃ মনোয়ারা বেগম এবং ডোমার উপজেলা প্রশিক্ষক মোঃ আউয়াল, ডিমলা সদর ইউনিয়নের দলনেতা মোঃ আবুল কালাম আজাদ সরকার  প্রমুখ।

আজকের বাছাই ডিমলা ইউনিয়ন, বালাপাড়া ইউনিয়ন, নাউতারা ইউনিয়ন, পশ্চিম ছাতনাই ইউনিয়ন ও খালিশা চাপানি ইউনিয়নের সদস্য-সদস্যা দের নিয়ে সম্পন্ন হয়।

এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম   জানান, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী বাকি ইউনিয়নগুলোতেও বাছাই করে সদস্য-সদস্যা নেওয়া হবে।