ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে আলোচনায় থাকা প্রার্থী আবদুল কাদের তার বিরুদ্ধে চলমান অপপ্রচারে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

আবদুল কাদের বর্তমানে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০২৫ সালের আলোচিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এ অন্যতম সংগঠক ছিলেন এবং পরে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।

ফেসবুক পোস্টে কাদের বলেন, ‘সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে। তার পর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে।’

তিনি দাবি করেন, তার পুরোনো বক্তব্যের খণ্ডাংশ কেটে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

কাদের লিখেছেন, ‘কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইত, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন!’ তিনি অভিযোগ করেন, বট অ্যাকাউন্ট বা ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

একই পোস্টে তিনি জানান, ‘১০ দিন আগের বক্তব্য কাট করে প্রপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে সারমর্ম বোঝা যেত। কেবল তো শুরু, আরও পাঁচ দিন বাকি। তত দিনে কী যে ঘটবে, সেটা ভাবলেই আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন পেইজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে, যাতে আমাকে হেয় করা যায়। আমি প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নিচ্ছি—এটা মেনে নিতে না পারার এক ধরণের বহিঃপ্রকাশ এটি।’