করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ,আহত ৭

কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের মুন্নাবাড়ীর দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। গত বুধবার বিকাল ৩ টার দিকে মুন্নাবাড়ী এলকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন-বিল্লাল মিয়া(৩৫),তনু মিয়া (৩৮),রুবেল মিয়া(৩০),বরজু মিয়া(৫৫),সোহাগ(৩৫),দীন ইসলাম(৩৬),নান্নু মিয়া(৪০)।আহতদের কিশোরগঞ্জ  শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান,জমি নিয়ে আপন দুই ভাই বরজু মিয়া ও তনু মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।এক পযার্য়ে বড় ভাই বরজু মিয়া ছোট ভাই তনু মিয়ার ওপর হামলা করেন।এ সময় উভয় পরিবারের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহাব উদ্দিন বলেন,উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি।আইনগত ব্যবস্থা নেওয়া হবে।