জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দিতে হবে কারন গবেষণা ছাড়া এগিয়ে যাওয়া যাবে না। আমাদের রিসার্চ সেলের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আরো সম্পৃক্ত করতে আমরা নতুন উদ্যোগ নিচ্ছি। শিক্ষার্থীরা শিক্ষকদের গবেষণা সহকারী হিসেবে কাজ করে তাদের জ্ঞানের পরিধি আরো বিস্তৃত করতে পারবে। বুধবার(০১জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান অনুষদ আয়োজিত ‘ন্যানোটেকনোলজি: স্মল থিংস ম্যাটার এন্ড হ্যাভ পাওয়ার টু ট্রান্সফরম এনার্জি, হ্যাল্থ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ন্যানোটেকনোলজি শুধু প্রযুক্তির ক্ষেত্রে নয়, আমাদের দৈনন্দিন জীবনেও ব্যাপক পরিবর্তন আনতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে আমরা স্বাস্থ্য, শক্তি এবং পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত খুলে দিতে পারব। আমাদের বিশ্ববিদ্যালয় এই ধরনের গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কফিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ন্যাচারাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন। তিনি বলেন, ন্যানোটেকনোলজি বর্তমান বিশ্বে একটি যুগান্তকারী প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এটি শুধু শক্তি উৎপাদন ও পরিবহন নয় বরং মানবস্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। ছোট ছোট পদার্থের বৈশিষ্ট্য এবং তাদের আচরণের গভীরতা বুঝতে পারলে আমরা এক নতুন প্রযুক্তির দ্বার উন্মোচন করতে পারব যা আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করতে সাহায্য করবে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ন্যানোটেকনোলজি আমাদের শুধু প্রযুক্তিগত উন্নতির জন্য নয় বরং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখতে পারে। আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে আরও গবেষণা এবং উদ্যোগী হতে উৎসাহিত করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালার সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এবং বিভিন্ন গবেষকগণ উপস্থিত ছিলেন।রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক ড. নাছির আহমাদ।সেমিনারে ন্যানোটেকনোলজি এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।