ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা। ফরিদপুরের পদ্মানদী বেষ্টিত চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষের জন্য কৃষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নর্থ চ্যানেল ইউনিয়নের আমরা কাজ করি (একেকে) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিসিএফ প্রকল্পের কর্মকর্তা মো. কুদ্দুস মিয়া, এবিসিএফ প্রকল্পের কর্মকর্তা আল আমিন প্রমুখ।