রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত 'শিক্ষা ঐক্য প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদলের সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান। এছাড়াও ছিলেন ছাত্রদল সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ইবরাহিম শেখ, আরিফ হাসান গজনবী, মঈন উদ্দিন,সদস্য ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, অপু রায়হান ইকরামুল,ইয়সিন আরাফাত,আসলাম তালুকদার সহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও রামপাল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।