কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের মরিচখালী বাজার ফেরীঘাট ইন্দা রোড এলাকায় সড়ক পানিতে প্লাবিত হয়ে যাওয়া যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পোহাচ্ছিলেন হাজারো মানুষ।

তাদের পারাপারের জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের সাকো নির্মাণ  করেছেন গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।স্থানীয়রা জানান,ইন্দা রোড পানিতে  প্লাবিত হয়ে পড়ে।ফেরীতে উঠতে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে গ্রামের হাজারো মানুষ।তাদের কষ্ট লাগবে স্থানীয়  জামায়াতে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন।সোমবার, (২৫ আগস্ট) বিকালে জামায়াতের নেতারা সাঁকো নির্মাণ কাজ পরিদর্শন করেন।এসময় গুণধর ইউনিয়ন  পরিষদে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী সোহেল রানা ভূঁইয়া,জামায়াত নেতা ও উরদিঘী আলিম মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মাহতাব উদ্দিন,গুণধর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মো.আমিনুল ইসলাম,সেক্রেটারি বদিউজ্জামান শরীফ,জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম সাদী,জামায়াত নেতা আফতাব উদ্দিন,জামায়াত নেতা জালাল উদ্দিন  প্রমুখ উপস্থিত ছিলেন।