মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে অবস্থিত একমাত্র কমিউনিটি ক্লিনিকে কাঙ্খিত সেবা পায়না রোগীরা | ওষুধ বিতরণে আছে নানা অনিয়মের অভিযোগ | সময়মতো ক্লিনিক এর দরজা খোলে না আবার খুললেও ওষুধ পাওয়া যায় না | ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, আমরা রোগীরা সকাল নয়টা থেকে অপেক্ষা করেও সিএইচসিপির দেখা পাই না উনি মনপুরা থেকে আসেন বারোটা বাজে এবং আবার তিনটার সময় চলে যায় | 
আজ ২২ জানুয়ারি'২৪ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কলাতলী কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আসেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কবির সোহেল | সাথে উপস্থিত ছিলেন ডা. আশিকুর রহমান অনিক, আর.এম.ও, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং ডা. জাবেদ হাওলাদার | মোঃ শাহেদ মিয়া, সভাপতি, কলাতলী কমিউনিটি ক্লিনিক, সাবেক সহ-সভাপতি, যুবদল- মনপুরা উপজেলা |
পরিদর্শন শেষে ডা. কবির সোহেল সাংবাদিকদের বলেন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ আজাদ এর বিরুদ্ধে কিছু অভিযোগ আমরা পেয়েছি বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নেব পাশাপাশি ভবিষ্যতে যাতে মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে আমরা নিশ্চিত করব | এখানে একটি নেবুলাইজার মেশিন এর ব্যবস্থা করে দেব |
এছাড়া মনির বাজার ও কবির অবস্থিত বিভিন্ন ঔষুধের দোকান ঘুরে দেখেন এবং ভালো মানের ঔষধ বিক্রি করার জন্য ফার্মেসী ব্যবসায়ীদেরকে পরামর্শ দেন | হিউম্যান মেডিসিন এবং ভেটেনারি মেডিসিন ভিন্ন ভিন্ন তাকে রাখার জন্য পরামর্শ দেন