পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল থেকে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া শাখার নেতৃবৃন্দদের।
সদর রোড, ফলপট্টি, লঞ্চঘাট, ফেরিঘাট, চৌরাস্তা সহ কলাপাড়া পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনটির ছাত্র-ছাত্রীদেরকে নিজ উদ্যোগে ও নিজ খরচে দেশপ্রেমিকের মনোভাব কাজে লাগিয়ে তাদেরকে রাস্তায় দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
এ সময় কোনো মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট না থাকলে তাদেরকে হেলমেট পরিধান করতে বলা হচ্ছে। অটোরিকশা ও গাড়ি গুলিকে সঠিক লেনে চালানোর জন্য শাড়িবদ্ধভাবে চেষ্টা চালানো হচ্ছে।সংগঠনটির প্রতিনিধি নাজমুস সাকিব এ প্রতিবেদকে জানান , নব্বই জনেরও বেশি সদস্য পৌরশহরের বিভিন্ন স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করছেন।
আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।উম্মে হানি মিলা একজন বরিশাল বিশ্ববিদ্যালয় ল' শাখার স্টুডেন্ট হিসেবে তিনিও কলাপাড়ায় অন্যান্য সদস্যদের সাথে কলাপাড়া সন্তান হিসেবে মাঠে কাজ করছেন। মিলা দৈনিক মনিংপোষ্টকে জানান আমরা স্ব-উদ্যোগী হয়ে সমাজে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই লক্ষ্যে কাজ করছি।।।