পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবন ও বহনের অপরাধে ছয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবন ও বহনের অপরাধে ছয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ আওয়াল (৩৫), জুন্নাইন হোসেন (২৫), রঞ্জিত দাস (৪০), রিপন বেপারী (৩৪), আলীম হোসেন (৩৭) ও ইমন গাজী (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় এ দণ্ড প্রদান করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়ার কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।