কলাপাড়া উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা সংলগ্ন লেম্বুর বন এলাকায় মাছটি ধরা পড়ে।
পরে মাছটি নিলামের মাধ্যমে স্থানীয় হাসিব ফিশ ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৮৮০ টাকায় ক্রয় করে। এরপর কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসলে স্থানীয় ব্যবসায়ী মো. খলিল হাওলাদার মাছটি কিনে নেন।
জেলে আল-আমিন জানান, প্রতিদিনের মতো সমুদ্রে মাছ শিকারে গেলে হঠাৎ ভেসে থাকা বড় কোরাল মাছটি দেখতে পেয়ে জাল ফেলে ধরতে সক্ষম হন। তিনি বলেন, “এত বড় মাছ পাবো ভাবিনি। তবে মাছটি কিছুটা অসুস্থ ছিল বলে ধারণা করছি।”
মাছ ব্যবসায়ী মো. খলিল হাওলাদার বলেন, সচরাচর এতো বড় কোরাল মাছ ধরা পড়ে না। তিনি মাছটি কেটে স্থানীয় বাজারে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রির কথা জানান।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি নিষেধাজ্ঞার সুফল। ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে নেমেছে। ফলে তাদের জালে বড় মাছ ধরা পড়ছে। শুধু কোরাল নয়, সামনের দিনগুলোতে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছও প্রচুর ধরা পড়বে বলে আমরা আশা করছি।”