কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে যুবদল নেতাসহ দুইজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে যুবদল নেতাসহ দুইজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগুরিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন হাওলাদার (৩৫) ও সদস্য ফরিদ হাওলাদার (২৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মাইনুদ্দিন হাওলাদার জানান, স্থানীয় রিয়াজ হাওলাদার, রাসেল খান, রজ্জব খা, সজিব খা, মিরাজ হাওলাদার, তাজিন হাওলাদার, নুরুল আলম হাওলাদার এবং বশির শিকদারের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে দেশীয় হাতুরি ও রড দিয়ে পিটিয়ে গুরত্বর রক্তাক্ত ও জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।