পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা ইটের পাঁজা ফায়ার সার্ভিস দিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

১৪ ফেব্রুয়ারি উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর বেতকা গ্রামে অবৈধ ইটের পাজায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা গেছে উত্তর বেতকা গ্রামের মো. আবুল কালাম শরীফ অবৈধভাবে ইটের পাঁজা পোড়ানোর শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে তৈরি করা ইট ও আগুন ধরানো ইটের পাঁজা ফায়ার সার্ভিস দিয়ে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার( ভূমি) সুদীপ্ত দেবনাথ ও কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানায়, উত্তর বেতকা গ্রামে অবৈধভাবে ইটের পাঁজা তৈরি ও অবৈধভাবে কাঠ দিয়ে পোড়ানোর অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। মালিকপক্ষের কোনো লোক পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস দিয়ে ইটের পাঁজা নষ্ট করে দিয়ে কাঠগুলো জব্দ করে অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়েছে।