পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ভোক্তা অধিকার এর বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন। কাউখালীতে ২৩শে মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকায় ভোক্তা অধিকারের বিরুদ্ধে ব্যবসায়ী হয়রানী বন্ধের প্রতিবাদে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা পরিষদ সড়কের সামনে উপজেলা উত্তর ও দক্ষিণ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিকে আসন্ন ঈদে সাধারণ মানুষেরা কেনা কাটার জন্য বাজারে এলে দোকান পাট বন্ধ থাকায় তারা স্তম্ভিত হয়ে যায়। মানববন্ধন কর্মসূচির শেষে ব্যবসায়ীরা দোকান পাট খুললে ঘন্টাব্যাপী অপেক্ষা করে থাকা সাধারণ ক্রেতারা কেনা-কাটা শুরু করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকি, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী বদরুদ্দোজা মিঞা বাজার ব্যবসায়ী ও বিএনপির আরেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, ব্যবসায়ী অরুন হালদার, বাদল দেবনাথ, শওকত হোসেন। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন গত একুশে মার্চ শুক্রবার কাউখালী উত্তর বাজার দোকান মালিকের অনুপস্থিতিতে তালা ভেঙ্গে সাতক্ষীরা ডেইরীতে তল্লাশী করার চেষ্টা করে ভোক্তা অধিকার। এর আগে কয়েকদিনের মধ্যে একই প্রতিষ্ঠানে একাধিকবার অভিযান করে জরিমানা করা হয়। অথচ অন্য কোন দোকানে অভিযান না করেও পুনরায় বন্ধ দোকানের তালা ভেঙ্গে তল্লাশি করার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ভোক্তা অধিকার ফিরে যায়। ব্যবসায়ীরা অবিলম্বে বিভিন্ন সংস্থা কর্তৃক ও প্রশাসনের অভিযানের নামে হয়রানি বন্ধ করার দাবী জানান।